"গুলি মারতে হলে আমায় মারুন", জওয়ানদের বললেন কাকলি - poll day
🎬 Watch Now: Feature Video
বারাসত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে 104 নম্বর বুথে উত্তেজনা ছড়ায় । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে BJP-কে ভোট দিতে প্রভাবিত করছে তারা । প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেরার হুমকিও দেওয়া হয় । সেই অভিযোগ শুনে বুথে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । বলেন, "গুলি মারতে হলে আমায় মারুন ।"
Last Updated : May 19, 2019, 3:44 PM IST