দিলীপ ঘোষ 'দাদু-কে বলো' কর্মসূচি করলেও হারবে, কটাক্ষ জিতেন্দ্রর - জিতেন্দ্র তিওয়ারি
🎬 Watch Now: Feature Video
মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি-কে বলো'-র পালটা কর্মসূচি করবে রাজ্য BJP ৷ নাম দেওয়া হয়েছে, 'দিলীপদা-কে বলো' ৷ আজ জামুড়িয়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল মিছিল করার পর আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "দিলীপ ঘোষ দাদু-কে বলো কর্মসূচি করলেও হারবে ৷"