যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশ বিরোধীদের আখড়া বানাতে দেব না, হুঙ্কার দিলীপের - Dilip Ghosh
🎬 Watch Now: Feature Video
আজ আলিপুরদুয়ারে মাদারিহাটে BJP একটি আলোচনা সভার আয়োজন করে ৷ সেখানে উপস্থিত ছিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন , রাজ্যপাল অতি সক্রিয় হয়ে উঠেছেন ৷ এই মন্তব্যের 24 ঘণ্টার মধ্যে দিলীপ ঘোষ পাল্টা বলেন, " রাজ্য সরকারের গাফিলতির কারণে বাবুল সুপ্রিয়র উপর আক্রমণ হয়েছে ৷ সেখানে পুলিশ যায়নি ৷ তাঁকে সহোযোগিতা করেনি ৷ রাজ্যপাল কি রাজ্য সরকারের মত নিষ্ক্রিয় হয়ে থাকবে ? রাজ্য সরকার চাইছে যাদবপুরটা দেশ বিরোধীদের আখড়া হোক আমরা তা হতে দেব না ! "