নাড্ডাকে মুখোপাধ্যায় পদবী ব্য়বহারের 'পরামর্শ' কল্য়াণের - মুখার্জি
🎬 Watch Now: Feature Video
বাংলার ঐতিহ্য বোঝে না বিজেপি৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে বরাবর এই অভিযোগ করে আসছে তৃণমূল কংগ্রেস৷ এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সম্পর্কেও একই কথা বললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়৷ বুধবার পান্ডুয়ার সিমলাগর চাপাহাটি কলোনিতে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন কল্যাণ৷ সেখানে তিনি বলেন, বাংলার মন পেতে বাঙালি সাজার চেষ্টা করছেন নাড্ডা৷ কিন্তু তিনি বাংলার কিছুই বোঝেন না৷ তাই নাড্ডাকে তাঁর পদবীর শেষে মুখোপাধ্যায় যোগ করার 'পরামর্শ' দেন কল্যাণ৷ একইসঙ্গে, নাম না করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারীকেও৷