এখনও সংকটে ঋষভ, মাসখানেক লাগতে পারে সুস্থ হতে - ঋষভকে বাঁচাতে সময় লাগতে পারে মাসখানেক
🎬 Watch Now: Feature Video
পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দিব্যাংশ ভকত ও ঋষভ সিংয়ের শারীরিক অবস্থা এখনও সংকটে ৷ তবে, দিব্যাংশের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ঋষভের শারীরিক অবস্থা নিয়ে এখনও উদ্বিগ্ন চিকিৎসকরা ৷ দু'জনেরই চিকিৎসা চলছে SSKM-এ ৷ ঋষভকে বাঁচানোর জন্য গত সপ্তাহের শুক্রবার রাত থেকেই তাকে রাখা হয়েছে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে ৷ হাসপাতাল সূত্রে খবর, ঋষভের শারীরিক অবস্থার অবনতি না হলে ECMO-র মাধ্যমে তার ফুসফুসকে বাঁচানোর প্রচেষ্টা দীর্ঘ হতে পারে । সে ক্ষেত্রে মাস খানেক সময় লাগতে পারে ।