"লাল পার্টিতে সমস্যা, লাল রঙে নয়" - প্রধান বিরোধী BJP
🎬 Watch Now: Feature Video
লাল পার্টিতে সমস্যা, লাল রঙে নয়। লাল রঙের জিপে প্রচারে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহ। তিনি বলেন, "লাল রং পছন্দ । সেই রকম কোনও বিষয় নয় । রঙের সঙ্গে কিছু না । বামফ্রন্টকে পছন্দ নয় । তবে এখন পরিস্থিতি আলাদা । এখন প্রধান বিরোধী BJP । এই দলটা বাদে অন্য দল আমাদের কাছে অচ্ছুত নয় ।"