হনুমান চালিশা বিতরণের পর এবার শিবভক্তদের জলপান করালেন ইশরাত - devotees of lord shiva
🎬 Watch Now: Feature Video
হনুমান চালিশার পর এবার পুণ্যার্থীদের জন্য জলছত্র তৈরি করলেন BJP কর্মী ইশরাত জাহান ৷ শিব ভক্তদের নিজের হাতে জল খাইয়ে ধর্ম নিরপেক্ষতার বার্তা দেন ৷ গতকাল সন্ধ্যায় হাওড়া ডবসন রোডে একটি জলছত্রে তিনি তারকেশ্বর যাত্রীদের জল ও সরবত বিতরণ করেন । এর আগে হনুমান চালিশা অনুষ্ঠানে গিয়ে এক শ্রেণীর মৌলবাদীর প্রশ্নের মুখ পড়েছিলেন ইশরাত । এবারেও কি তাঁকে নিয়ে তৈরি হবে কোনও বিতর্ক ? ইশরাতের উত্তর, "তৃষ্ণার্থকে জল ও ক্ষুধার্থকে খাবার দেওয়াই পরম ধর্ম । এটা আমাদের ও হিন্দু ধর্মে রয়েছে । ফলে আজ আমি যেটা করছি সেটা কেবলমাত্র সমাজসেবা । যারা কষ্ট করে শিবের মাথায় জল ঢালার জন্য তারকেশ্বর যাচ্ছেন তাদের পথশ্রম লাঘব করাই আমার উদ্দেশ্য ।"