"অন্যের বউ নিয়ে আসলে সংসারে কি শান্তি থাকে?" বিজেপিকে কটাক্ষ ফিরহাদের - অন্যের বউ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9774377-thumbnail-3x2-kol.jpg)
চেতলার 82 নম্বর ওয়ার্ডে দুয়ারে সংসার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । "মেদিনীপুরে পরিবর্তন শুরু হয়ে গেছে ।" দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, "অন্যের বউ নিয়ে আসলে সংসারে কি শান্তি থাকে?"