রেল বেসরকারিকরণের প্রতিবাদে রামপুরহাট স্টেশনে INTTUC-র অবস্থান বিক্ষোভ - রামপুরহাট স্টেশনে INTTUC-র বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
রেল বেসরকারিকরণের প্রতিবাদে INTTUC অবস্থান বিক্ষোভ শুরু করল রামপুরহাট স্টেশন চত্বরে । বৃহস্পতিবার বেলা দশটা থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভে INTTUC ছাড়াও 6টি শাখা সংগঠন অংশগ্রহণ করে । রামপুরহাট INTTUC সভাপতি আব্দুর রকিব বলেন, "কেন্দ্রীয় সরকার হাবিবগঞ্জ ও পুনে স্টেশনকে বেসরকারি করেছে ৷ সেখানে প্লাটফর্ম টিকিট 10 টাকা থেকে 50 টাকা হয়েছে । রেল বেসরকারিকরণ হলে স্টেশন চত্বরে খেটে খাওয়া মানুষের উপরেও প্রভাব পড়বে ৷ আমরা এর প্রতিবাদ করছি । "