ভারত-বাংলাদেশ মৈত্রী ব়্যালি বিএসএফ-এর - কৃষ্ণনগরে বিএসএফ র্যলি
🎬 Watch Now: Feature Video
বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি মৈত্রী সাইকেল ব়্যালির । বিএসএফ জওয়ান ওই সাইকেল ব়্যালিতে অংশ নিয়েছেন ৷ উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা থেকে শুরু হয় সেই ব়্যালি । আজ সেটি এসে পৌঁছায় কৃষ্ণগঞ্জ ব্লকের টুঙ্গি বর্ডার এলাকায় । ৫৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানো হয় । এরপর ১২ জন বিএসএফ জওয়ান উত্তর-পূর্ব ভারতের 6 টি রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে 66 দিন সাইকেল চালিয়ে মিজ়োরামে পৌঁছাবেন ।