এক আনিসুরকে জেলে ভরলে দশ আনিসুর বাইরে আছে, হুঁশিয়ারি দিলীপের - BJP-TMC Clash
🎬 Watch Now: Feature Video
পূর্ব মেদিনীপুরের BJP নেতা আনিসুর রহমানের গ্রেপ্তারিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন ," একজন আনিসুরকে ভিতরে পুরলে 10 জন আনিসুর বাইরে থাকবে । পুলিশ দিয়ে BJP-কে আটকানো যাবে না । BJP-র নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে পুলিশ । তৃণমূলের প্ররোচনাতেই আমাদের নেতা-কর্মীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই আমরা 28 হাজার মামলা লড়েছি, দরকার হলে আরো 28 হাজার মামলা লড়ব । কিন্তু শেষ দেখে ছাড়বো । " দেখুন ভিডিয়ো...