IC-র হাতে মাসাজ সিভিক ভলান্টিয়ারের ! - ফিজ়িওথেরাপিস্টকে দিয়ে মাসাজ
🎬 Watch Now: Feature Video
বিধাননগর পুলিশের গোয়েন্দাবিভাগের IC জয়ন্ত রায় তখন ফোনে ব্যস্ত ৷ পাশে দাঁড়িয়ে থাকা সিভিক ভলান্টিয়ার পুলিশ আধিকারিকের সেবায় নিয়োজিত ৷ প্রতিটি আঙুল টেনে টেনে ফাটাচ্ছেন ৷ কবজিতে দিচ্ছেন মোচড় ৷ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ যদিও এই বিষয়ে জয়ন্তবাবুকে প্রশ্ন করা হলে বিষয়টি অন্যভাবে উপস্থাপন করেন তিনি ৷ বলেন, "ঘাড়ে ব্যথা ছিল, তাই স্থানীয় ফিজ়িওথেরাপিস্টকে দিয়ে মাসাজ করাচ্ছিলাম ৷" কিন্তু ফিজ়িওথেরাপিস্ট কীভাবে পুলিশের উর্দি পড়লেন ৷ তা নিয়ে থেকে গেল প্রশ্ন ৷