জঙ্গলমহলের শান্তির জন্য ছিলাম, আছি, থাকব : শুভেন্দু - নরেন হাঁসদা স্মৃতি রক্ষা কমিটি
🎬 Watch Now: Feature Video
জঙ্গলমহলের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী । আজ ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের মাগুরা এলাকায় নরেন হাঁসদা স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে একটি কালীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড পার্টির প্রয়াত নেতা নরেন হাঁসদার স্ত্রী চুনিবালা হাঁসদা ও তাঁর দুই মেয়ে । এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার তৃণমূলের একাধিক নেতৃত্ব । শুভেন্দু অধিকারীকে নরেন হাঁসদার বড় মেয়ে বিরবাহা হাঁসদা আদিবাসী সমাজের পাগড়ি পরিয়ে এবং আদিবাসীদের জাতীয় অস্ত্র টাঙ্গি এবং তির ধনুক তাঁর হাতে তুলে দিয়ে সম্মান জানান ৷ আদিবাসীরা তাঁকে ধামসা বাজিয়ে সম্মান জানান । তিনি বলেন, "কালী পুজো উদ্বোধনে এসে মনে পড়ে যাচ্ছে 2010 সালে সাঁকরাইলে চুনপাড়াতে উত্তম মাহাত খুন হয়ে গিয়েছে। যৌথ বাহিনী যেতে দিচ্ছে না। আমি অ্যাম্বাসাডর গাড়িতে এসেছিলাম নিমপুরা দিয়ে। দেহটা তুললাম। ঝাড়গ্রাম মর্গে নিয়ে এলাম। 2011 সালে লালগড়ে কালীপুজোর দিন আসতে পারিনি। ভাই ফোঁটার দিন IC লালগড় অশোক বসু বলছেন, ঝিটকার জঙ্গলে মাইন আছে। স্যারকে দাঁড়াতে বলুন। এরপর ঘুরপথে আসি । নাহলে সেই দিন আমার শেষ দিন হত। জঙ্গলমহলে শান্তির জন্য আমি ছিলাম, আছি থাকব। "