"আমি ভোটে নাও লড়তে পারি", বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক - Assembly election west bengal 2021
🎬 Watch Now: Feature Video
"দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে । আমি ভোটে নাও দাঁড়াতে পারি । দল যদি মনে করে আমি না দাঁড়িয়ে 33টি বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনা করব, আমি সেটাই করব ।" উত্তর 24 পরগনার হাবরায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ।