ক্ষতিপূরণ চাইনি, প্রধানমন্ত্রীর যেটা ঠিক মনে হয় করবেন - yaas relief mamata
🎬 Watch Now: Feature Video
যশের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ঝড়ের থেকেও ভরা কোটালে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাগুলি ৷ এদিন ত্রাণ নিয়ে কেন্দ্রেকে তোপ দাগেন মমতা ৷ তাঁর কথায়, বুলবুল, ফণিতে কোনও টাকা দেওয়া হয়নি ৷ আমফানেও আমাদের টাকাই আমাদের ফেরত দেওয়া হয়েছে ৷ একারণেই এবার ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনও অর্থ সাহায্য চাননি বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এও বলেন, প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন, আপনার যেটা ঠিক মনে হবে করবেন ৷