গার্ডোয়াল ছাপিয়ে রাস্তায় জল, উত্তাল দিঘার সমুদ্র - দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11942135-thumbnail-3x2-dkdks.jpg)
26 মে । সকাল সাড়ে 9 টা থেকে 10টা । অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ওড়িশায় আছড়ে পড়ে যশ । এক মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় একাধিক এলাকা । পশ্চিমবঙ্গে সব থেকে বেশি প্রভাব পড়ে সৈকত শহর দিঘায় । ঘটনার তিনদিন কেটে গিয়েছে । আজও সমুদ্র উত্তাল । গার্ডওয়াল ছাপিয়ে সমুদ্রের জল আছড়ে পড়ছে রাস্তার উপর । গতকালই দিঘার ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় । দিঘাকে আবার নতুন করে সাজানোর আশ্বাস দিয়েছেন তিনি । দিঘার সেই আগের মনোমুগ্ধকর রূপ ফিরে পেতে কত সময় লাগবে? সেই আশায় এখন দিঘাবাসী থেকে পর্যটকরা ।