Darjeeling Snowfall: একমাসে সাতবার, ফের বরফে মুড়ল দার্জিলিং - snowfall
🎬 Watch Now: Feature Video
সব কিছু উজার করে প্রকৃতি সজিয়েছে পাহাড়কে। আর দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছুকেই হার মানায় । শীতকালে এই সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায় । শৈলরানি সেজে ওঠে স্বমহিমায় । তার উপর তুষারপাত হলে তো উপরি পাওনা পর্যটক থেকে সাধরণ মানুষের । শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত আবারও তুষারপাত দার্জিলিংয়ে (Heavy Snowfall in Darjeeling) । এই নিয়ে সাতবার শৈলরানিতে তুষারপাত চলতি মরশুমে । এদিন সকালে দার্জিলিংয়ের ঘুম, বাতাসিয়া লুপ, কার্শিয়াংয়ের একাংশ, পারো-সহ লাচেন, লাচুং প্রভৃতি জায়গায় তুষারপাত হয়েছে । দার্জিলিংয়ের এক পর্যটেকর কথায়, 2012 সালে এত তুষারপাত হয়েছিল শৈলরানিতে । তারপর এই বছর তুষারপাত শুরু হয়েছে । শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মরশুমের সর্বোচ্চ তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে ।