রায়গঞ্জ : নবমীর রাতে শিকেয় উঠল সামাজিক দূরত্ব - কোরোনা আবহে রায়গঞ্জে ভিড়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9312019-thumbnail-3x2-wb-pic.jpg)
ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত দর্শনার্থীদের দেখা তেমন না মিললেও নবমীর রাতে দর্শনার্থীদের ভিড় দেখল রায়গঞ্জ ৷ দূর দূর থেকে দর্শনার্থীদের আসতে দেখা যায় ৷ কোরোনা আবহে মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব শিকেয় তুলে দর্শনার্থীদের মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে দেখা যায় ৷ এছাড়া ভিড় নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত পুলিশকে হিমসিম খেতে হয়েছে এদিন ৷