NPP-র পালটা, উত্তর পূর্বের চার রাজ্যের বিধানসভা ভোটে প্রার্থী বিনয়পন্থীরা - Binay Tamang
🎬 Watch Now: Feature Video
NPP-র সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন । এরই পালটা আজ বিনয় তামাং বলেন, যে কোনও গণতান্ত্রিক দল যে কোনও জায়গায় নির্বাচনে লড়তে পারে । এবার উত্তর পূর্ব ভারতের চার রাজ্য মণিপুর, মেঘালয়, অসম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটেও লড়বে গোর্খা জনমুক্তি মোর্চা ।