রায়গঞ্জে বিশালাকার গোখরো ও 35টি সাপের ডিম উদ্ধার - রায়গঞ্জ
🎬 Watch Now: Feature Video
শহরে বিষধর! রায়গঞ্জ শহরের চণ্ডীতলা থেকে উদ্ধার হল বিশালাকার একটি গোখরো সাপ ৷ সাপটির সঙ্গে উদ্ধার হয়েছে ৩৫টি সাপের ডিমও ৷ খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সদস্যরা গোখরো সাপটিকে উদ্ধার করে কুলিকের জঙ্গলে ছেড়ে দেয় । ডিমগুলিকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় ৷