দিঘায় 150 কেজির মাছ, দাম উঠল 35 হাজার - দিঘা
🎬 Watch Now: Feature Video
বুধবার প্রায় 150 কেজি ওজনের বিশালাকৃতির সামুদ্রিক কই ভোলা মাছ ওড়িশার পারাদ্বীপের এসএসসি নামে একটি ট্রলারে ওঠে ৷ সেখান থেকে মাছটি দিঘার মোহনায় আড়তে নিয়ে আসা হয় ৷ দিঘার এক মাছ ব্যবসায়ী জানান, বসিরহাটের লাল্টু নামে এক ব্যবসায়ী 35 হাজার টাকা দিয়ে এই বিশালাকৃতির মাছটি কিনে নিয়ে যান ।