বাগনানে 6 নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার উলটে বিপত্তি - গ্যাস ট্যাঙ্কার
🎬 Watch Now: Feature Video
বাগনানের চন্দ্রপুরে 6 নম্বর জাতীয় সড়কে গ্যাস ট্যাঙ্কার উলটে বিপত্তি । আজ বেলা 12টা নাগাদ ঘটে দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে উলটে যায় ট্যাঙ্কার ৷ হলদিয়া থেকে রায়গঞ্জ যাচ্ছিল ট্যাঙ্কারটি ৷ দুর্ঘটনার জেরে 6 নম্বর জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল ব্যাহত ছিল কিছুক্ষণ । খবর পেতেই ঘটনাস্থানে যায় বাগনান থানার পুলিশ এবং দমকল কর্মীরা । গ্যাস ভরতি ছিল ট্যাঙ্কারটি ৷ কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশের তরফে ওই এলাকা পুরোপুরি ঘিরে দেওয়া হয় । জাতীয় সড়কের আশেপাশে আগুন ধরাতে নিষেধ করা হয় । ঘটনাস্থানে যান বিশেষজ্ঞরা ।