Fishing Boat Sinks in River : হুগলি নদীতে ডুবে গেল ট্রলার, অল্পের জন্য রক্ষা মৎস্যজীবীদের - Fishing Boat Sinks in River

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 17, 2022, 2:34 PM IST

একটুর জন্য প্রাণে রক্ষা পেলেন মৎস্যজীবীরা । রবিবার হুগলি নদীতে ডুবে যায় একটি ট্রলার (Fishing Boat Sinks in River)। সেসময় ওই ট্রলারে ছিলেন বেশ কয়েকজন মৎসজীবী ৷ তবে পাশে থাকা অন্য একটি ট্রলার ওই মৎসজীবীদের উদ্ধার করে ৷ দুর্ঘটনা গ্রস্ত ট্রলারটির নাম ‘এফবি মা অন্নপূর্ণা’। রবিবার সকালে সাগরের মহিষামারি হাতিপিটিয়া এলাকা থেকে চার জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিল ওই ট্রলারটি । মাছ ধরার সময় আচমকা ট্রলারের পাটাতন ফুটো হয়ে জল ঢুকতে থাকে । পরিস্থিতি বেগতিক দেখে ট্রলারের মাঝি এবং মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন । সেই সময় কিছুটা দূরে, ‘এফবি মা তারা’ নামে একটি ট্রলার মাছ ধরছিল । বিপদ বুঝে ওই ট্রলারটি এগিয়ে গিয়ে ওই মৎসজীবীদের উদ্ধার করে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.