বাঁচার আর্তি, ডুবন্ত ট্রলারের কাঠামো আঁকড়ে মৎস্যজীবীরা - মৎস্যজীবী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3802049-thumbnail-3x2-trolar.jpg)
উত্তাল সমুদ্রে ডুবছে ট্রলার । আর সেই ডুবন্ত ট্রলারের কাঠামো আঁকড়ে মৎস্যজীবীরা । এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে । শনিবার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যায় চারটি ট্রলার । এরই মধ্যে ছিল এফ বি নয়ন । ভিডিয়োয় দেখা যাচ্ছে সেই ট্রলারের কাঠামো আঁকড়ে রয়েছেন কয়েকজন মৎস্যজীবী ।