অবাধে গাছ কাটা আটকানো প্রথম লক্ষ্য বন প্রতিমন্ত্রী বীরবাহার - first minister of jhargram birbaha hansda
🎬 Watch Now: Feature Video
ঝাড়গ্রাম জেলার প্রথম মহিলা মন্ত্রী হলেন বিরবাহা হাঁসদা । আজ বন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন একদা সাঁওতালি সিনেমার এই অভিনেত্রী । মন্ত্রী হয়ে ঝাড়গ্রামে ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা । ঝাড়গ্রাম জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে বিশাল ফুলের মালা দিয়ে তাঁকে সংবর্ধনা জানায় কর্মী সমর্থকরা । সবুজ আবিরেও মেতে উঠেন তাঁরা । বীরবাহা বলেন, "মানুষ আমার পাশে থেকেছে ৷ আমি তাঁদের জন্য কাজ করতে চাই ।" জেলার প্রথম মহিলা মন্ত্রী হওয়ার অনুভূতিটা কেমন ? উত্তরে তিনি বলেন, "সারা দেশে মহিলারা অত্যাচারিত হচ্ছে সেখানে আমাদের নেত্রী মহিলাদের সামনে নিয়ে আসছেন ৷ এর জন্য আমি কৃতজ্ঞ ।" বন প্রতিমন্ত্রী বীরবাহার প্রথম লক্ষ্য জঙ্গলের অবাধ গাছ কাটাকে বন্ধ ও বৃক্ষ রোপণের উপর জোর দেওয়া ৷