নদিয়ায় তাঁতির ঘরে আগুন, পুড়ে ছাই 4 লাখের সম্পত্তি - নদিয়ার শান্তিপুরের ঘটনা
🎬 Watch Now: Feature Video
আগুনে পুড়ল প্রায় চার লাখ টাকার সম্পত্তি ৷ বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা দীপক দেবনাথের বাড়িতে আগুন লাগে ৷ দীপক পেশায় তাঁতি ৷ ঘরের অন্যান্য আসবাবপত্রের সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় দুটি হস্ত চালিত তাঁতের মেশিন,সুতো ও কাপড় ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 4 লাখ টাকা ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ অভিযোগ, স্ত্রীর পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই দীপকবাবুর দুই শ্যালক গোপাল দেবনাথ ও গোবিন্দ দেবনাথই এই আগুন লাগিয়েছে ৷ দুই শ্যালকের নামে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷