ডোমজুড়ে পুড়ল সার্কাসের তাঁবু - Fire at circus tent
🎬 Watch Now: Feature Video
ডোমজুড়ের সলপে একটি সার্কাসের তাঁবুতে হঠাৎ আগুন লাগে রাতে । মুহুর্তের মধ্যে সেই আগুন গোটা তাঁবুটিকে গ্রাস করে নেয় । আগুন নজরে আসতেই ডোমজুড় থানা ও দমকলে খবর দেন সার্কাস কর্মীরা । দমকলের পাঁচটি ইঞ্জিনের সাহায্যে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা । কার্তিক পুজোর আতশবাজি থেকে তাঁবুতে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের ।