কেষ্টপুরে আগুন, পুড়ল পাঁচটি ঝুপড়ি - কেষ্টপুর থানা
🎬 Watch Now: Feature Video
কেষ্টপুরের নয়াপট্টি খ্রিস্টান পাড়ার অস্থায়ী ঝুপড়িতে আগুন ৷ এলাকার পরপর পাঁচটি ঝুপড়িতে আগুন লাগে ৷ ঘটনাস্থানে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন ৷ বাগবাজারের মতো এখানেও গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগে বলে প্রাথমিক ধারণা দমকল বাহিনীর ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কেষ্টপুর থানার পুলিশ ৷ হতাহতের কেনও খবর মেলেনি ৷