Durgapur Tourist Body : আবহাওয়া প্রতিকূল, উত্তরাখণ্ডে দুর্ঘটনায় মৃত দুর্গাপুরের দম্পতির দেহ আনতে সমস্যা - দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে পথদুর্ঘটনার শিকার হন দুর্গাপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা সুব্রত ভট্টাচার্য (61) এবং তাঁর স্ত্রী রুনা ভট্টাচার্য (52) ৷ খাদে গাড়ি পড়ে মৃত্যু হয় তাঁদের ৷ দেহ আনতে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার ৷ পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলরও ৷ তবে আবহাওয়া প্রতিকূল হওয়ায় দেহ উদ্ধার করে আনতে সমস্যা হচ্ছে ৷ ঘটনার আকস্মিকতায় হতভম্ব ও শোকস্তব্ধ মৃতদের আত্মীয় এবং প্রতিবেশীরা ৷