ব়্য়াপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করল দুর্গাপুর নগরনিগম - দুর্গাপুরে করোনা মোকাবিলা
🎬 Watch Now: Feature Video
করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর দুর্গাপুর নগরনিগম ৷ নগরনিগমের পক্ষ থেকে শুরু হল ব়্য়াপিড অ্যান্টিজেন টেস্ট ৷ ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সে করে চলছে এই টেস্ট ৷ আজ বেনাচিতি বাজার এলাকায় পৌরসভার স্বাস্থ্যকর্মীরা পথচারীদের এই টেস্ট করান ৷ প্রায় 80 জনের ব়্য়াপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় ৷ এদের মধ্যে দু‘জন পজ়িটিভ ৷ আক্রান্তদের হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ এছাড়া দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর ৷