স্বাস্থ্যবিধি মেনে পুজো বরাহনগর ছাত্র সম্মিলনীতে - বরাহনগর ছাত্র সম্মেলনীর দুর্গাপুজো
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9312965-192-9312965-1603701291870.jpg)
কোরোনা পরিস্থিতিতে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে পুজো হল বরাহনগর ছাত্র সম্মিলনীতে ৷ এবছর 66 বছরে পা দিল এই পুজো ৷ উদ্যোক্তারা দর্শনার্থীদের সংক্রমণ এড়ানোর বার্তা দিয়েছেন ৷ তাঁরা বলেন, "বৈভব নয়, সচেতনতার বার্তা দেওয়াই আমাদের মূল লক্ষ্য ৷"