রবীন্দ্রনগর সর্বজনীনে 'মানুষ' - মেদিনীপুরের পুজো 2019
🎬 Watch Now: Feature Video
কখনও ইন্ডিয়া গেট ৷ কখনও কম্বোড়িয়ার আঙ্কোরভাট মন্দির ৷ প্রতি বছর নতুন থিমে চমক দেওয়ার চেষ্টা করে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷ এবারে তাদের থিম মানুষ ৷ পুজোর কমিটির বক্তব্য, বর্তমান যুগে মানুষের মধ্যে মানবিকতা কমছে ৷ তাই আজকের দিনে মান আর হুঁশের প্রচণ্ড প্রয়োজন ৷ সেটা বোঝাতেই এবারে তাদের থিম মানুষ ৷
Last Updated : Oct 6, 2019, 1:06 PM IST