Diamond Harbour Netaji Sangha : রজত জয়ন্তীতে ডায়মণ্ড হারবারের নেতাজী সংঘের চমক 'ত্রিগুণাত্নিকা' - durga pujo

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 11, 2021, 2:00 PM IST

মহানগরীর সঙ্গে থিমের চমকে পিছিয়ে নেই জেলার পুজোও ৷ দক্ষিণ 24 পরগনার ডায়মণ্ড হারবারের রায়নগর নেতাজি সংঘের এবার রজত জয়ন্তী বর্ষ ৷ এ বছর তারা 'ত্রিগুণাত্নিকা' থিমের মাধ্যমে দেবী দুর্গার তিনটি রূপের বর্ণনা করেছে । মণ্ডপ তৈরিতে মূলত ব্যবহৃত হয়েছে পাটকাঠি ও প্লাইউড । প্রায় আট লাখ টাকার এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন অনেকেই ৷ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাতেও সাবেকিয়ানার ছোঁয়া ধরা পড়েছে । করোনা পরিস্থিতির জন্য মাস্ক ছাড়া দর্শনার্থীদের প্রবেশ করার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা । যে সকল দর্শনার্থীরা মাস্ক ছাড়া আসবেন তাঁদের জন্য পুজো কমিটির পক্ষ থেকে মাস্ক প্রদান করা হবে । করোনা স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে পুজো মণ্ডপে 10 জনের বেশি দর্শনার্থীদের প্রবেশের অনুমতিও নেই বলেই জানান পুজো কমিটির সম্পাদক রজত ঘোড়ুই ৷ এছাড়াও পুজাে মণ্ডপকে প্রতি ঘণ্টায় স্যানিটাইজ করা হচ্ছে বলেও জানান তিনি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.