দুর্গাপুজোর থিমে অভিনন্দন বর্তমান - দুর্গাপুজোর থিম অভিনন্দন বর্তমান,
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুজোর থিমেও উঠে এল বালাকোট এয়ার স্ট্রাইক । পুলওয়ামায় পাকিস্তান মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের হামলার বদলা নিতে বালাকোটে এয়ারস্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা । সে সময়ই পাকিস্তান সেনার হাতে বন্দী হয়েছিলেন অভিনন্দন বর্তমান । এই পুরো বিষয়টিকেই নিজেদের থিম হিসেবে তুলে ধরেছে কোচবিহারের মাথাভাঙার দিনবন্ধু পল্লি সান সাইনিং ক্লাব ।