জলের নিচে অন্ডালের 2 সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ - heavy Rain In West Burdwan
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8226653-522-8226653-1596084997533.jpg)
মঙ্গলবার সারারাত ধরে টানা বৃষ্টির জেরে অন্ডালের দু'টি সেতু জলের নিচে । জলে থইথই অন্ডাল ব্লকের অধিকাংশ এলাকা । একাধিক গ্রামের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন যোগাযোগ । অন্ডালের হরিশপুর সেতু ও তারক ডাঙা সিঙ্গারণ সেতু জলের তলায় । উপায় না পেয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ ।