একদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ইন্দাসে, আতঙ্কে গ্রামবাসী - বন্যা পরিস্থিতি ইন্দাসে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 28, 2021, 10:43 AM IST

বর্ষা সবে শুরু হয়েছে ৷ তাতেই রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতি বাঁকুড়ার ইন্দাস ব্লকে ৷ জলমগ্ন একাধিক এলাকা ৷ যার জেরে ইতিমধ্যেই বহু মাটির বাড়িতে ফাটল ধরায় আতঙ্কিত এলাকাবাসী ৷ যে কোনও মুহূর্তে বাড়িগুলি ভেঙে পড়ার আশঙ্কা করছেন তাঁরা । গ্রামবাসীদের দাবি, প্রতি বছরই বর্ষায় এই সমস্যার সম্মুখীন হতে হয় ৷ বারবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও জল নিকাশের কোনও স্থায়ী সমাধান করা হয়নি ৷ জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণেই বৃষ্টির জল ঘরে ঢুকছে ৷ ফলে সাপ ও পোকামাকড়ের উপদ্রব বাড়ছে ৷ পাশাপাশি ব্রিজের উপর জল জমে যাওয়ায় যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষদের ৷ যদিও এই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে সাধারণ মানুষদের নিকটবর্তী স্কুলে আশ্রয় ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় । এছাড়াও মঙ্গলবার সকাল থেকেই গ্রামে ঘুরে জলমগ্ন এলাকাগুলির বাসিন্দাদের শুকনো খাবার দেওয়া হয় ৷ এই বিষয়ে ইন্দাসের জয়েন্ট বিডিও অনির্বাণ সাহা জানান, যারা জলমগ্ন রয়েছেন তাদেরকে নিকটবর্তী স্কুলে আনার কাজ চলছে এবং যাদের বাড়ি ভেঙে গিয়েছে সরকারিভাবে তারা সমস্ত ধরনের ক্ষতিপূরণ পাবেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.