এবার 'দুয়ারে অক্সিজেন' বিষ্ণুপুর পৌরসভার - 'দুয়ারে অক্সিজেন'

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 3, 2021, 10:54 PM IST

এবার দুয়ারে অক্সিজেন । বিষ্ণুপুর পৌরসভার পরিচালনায় বিষ্ণুপুর শহরের মানুষের জন্য চালু হল ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবা । শহরের করোনা আক্রান্তদের অক্সিজেনের প্রয়োজন হলেই বাড়িতে পৌঁছে যাবে পৌরসভার অক্সিজেনের গাড়ি । দ্রুত দেওয়া হবে অক্সিজেন সাপোর্ট । গাড়িতে মজুত থাকছে একাধিক অক্সিজেন সিলিন্ডার । গাড়ির মধ্যে রয়েছে দু‘টি বেডও ৷ সেই বেডে শুয়েও অক্সিজেন নিতে পারবেন রোগীরা । নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করলেই ভ্রাম্যমাণ অক্সিজেন-গাড়ি পৌঁছে যাবে রোগীর দুয়ারে । এদিন বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে দুয়ারে অক্সিজেন পরিষেবার সুচনা করলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপকুমার দত্ত, বিষ্ণুপুরের পৌরপ্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় । আজ থেকেই শুরু হল পরিষেবা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.