ভ্যাকসিনের ড্রাই রান শুরু বারাসত জেলা হাসপাতালে - ভ্যাকসিনের ড্রাই রান শুরু বারাসত জেলা হাসপাতালে
🎬 Watch Now: Feature Video
গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও আজ থেকে দ্বিতীয় পর্যায়ের কোভিডের ভ্যাকসিনের ড্রাই রান অর্থাৎ মহড়া শুরু হল । উত্তর 24 পরগনা জেলায় বারাসত হাসপাতাল শুরু হল মহড়া ৷ মহড়া চলল জেলার ব্যারাকপুর ও দমদম পৌর হাসপাতালও । আজ বারাসত হাসপাতালে ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে 25 জন স্বাস্থ্যকর্মীকে । শারীরিক দূরত্ব বিধি মেনে কয়েকটি ধাপে ভ্যাকসিনের মহড়া শুরু হল । প্রথম ধাপে রয়েছে স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা । দ্বিতীয় ধাপে ভ্যাকসিনের ড্রাই রান প্রক্রিয়া । শেষে পর্বে থাকছে পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ ।