জমায়েত আটকাতে ড্রোন দিয়ে নজরদারি উত্তরপাড়া পৌরসভায় - coronavirus news
🎬 Watch Now: Feature Video
নির্দেশিকা না মেনে অনেককেই রাস্তায় বেরোতে দেখা গেছে । জমায়েতও করছেন অনেকে । তা আটকাতে এবার ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু করেছে উত্তরপাড়া পৌরসভা । চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘‘অনেকেই একাধিক অজুহাতে রাস্তায় বেরিয়ে পড়েছেন। বিশেষ করে চায়ের দোকান সহ বাজারে বাজারে অপ্রয়োজনীয় জমায়েত করছেন। সঠিকভাবে লকডাউন মেনে চলার জন্য এই ধরনের ব্যবস্থা আমরা করেছি ।’’