গ্রামবাসীদের তৎপরতায় শ্যামপুরে প্রাণ বাঁচল ডলফিনের - Dolphin resqued in shyampur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5082018-thumbnail-3x2-rescuekl.jpg)
হাওড়ার শ্যামপুরে উদ্ধার গাঞ্জেস ডলফিন । শ্যামপুরের অনন্তপুর গ্রামে রূপনারায়ণ নদের খালে ডলফিনটি আটকে পড়ে । খবর দেওয়া হয় বন দপ্তরে । খালের জল ভাঁটার টানে ক্রমাগত কমতে থাকে । তবে স্থানীয় বাসিন্দা ও বন দপ্তরের তৎপরতায় ডলফিনটিকে উদ্ধার করে পুনরায় ছেড়ে দেওয়া হয় রূপনারায়ণ নদে ।