ব্রুজো, গ্রেড ডেন, রটওয়েলারসহ রায়গঞ্জে জমজমাট ডগ শো - স্বেচ্ছাসেবী সংস্থা
🎬 Watch Now: Feature Video
সাধারণ মানুষের মধ্যে পশুপ্রেম জাগাতে এবং কুকুরদের প্রতি অবহেলা ও ভয় দূর করতে রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে ডগ শো করল পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা 'কে নাইন রায়গঞ্জ' । আজকের এই 'ডগ শো'-তে উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলা ছাড়াও দার্জিলিং, মালদা, দুর্গাপুর, আসানসোল থেকে বিভিন্ন প্রজাতির পোষ্য কুকুরদের নিয়ে হাজির হন তাদের মালিকেরা । এর মধ্যে যেমন ব্রুজো, গ্রেড ডেন, রটওয়েলার ছিল, তেমনই ছিল ল্যাব্রাডর, জার্মান শেপার্ড, পাগ ও বিগ্লের মতো মোট 70টি বিভিন্ন প্রজাতির কুকুর । ডগ শোয়ের উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।
Last Updated : Dec 30, 2019, 2:08 PM IST