নদিয়ায় কনটেনমেন্ট জ়োন পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ সুপার - নদিয়ায় কোরোনার খবর
🎬 Watch Now: Feature Video
কনটেনমেন্ট জ়োন ঘুরে দেখলেন নদিয়ার জেলাশাসক এবং পুলিশ সুপার । আজ নদিয়ার ভীমপুর থানার দোগাছি এলাকার একটি কনটেনমেন্ট জ়োনে পরিদর্শনে যান তাঁরা । লকডাউনের প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে চললেও, কোরোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । প্রশাসনের দাবি, জেলায় ভিন রাজ্যের শ্রমিকেরা আসার পর থেকে গতিটা আরও দ্বিগুণ গতিতে বেড়েছে । এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে রাজ্য সরকার আরও কঠোর মনোভাব গ্রহণ করেছে । নতুন করে চিহ্নিত করা হয়েছে কনটেনমেন্ট জ়োন । এই পরিস্থিতিতে জেলার কনটেনমেন্ট জ়োনগুলি ঘুরে দেখলেন জেলাশাসক ।