দিদির পুলিশের উপর দিদিরই ভরসা নেই : দিলীপ ঘোষ - দিদির পুলিশের উপর দিদিরই বিশ্বাস নেই
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8034728-thumbnail-3x2-dilip.jpg)
"দিদির পুলিশের উপর দিদিরই বিশ্বাস নেই এখন।" বললেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ বীরভূমের দুবরাজপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন তিনি ৷ জামিন পাওয়ার পর তিনি বলেন, "কোরোনা বাড়ছে, দুর্নীতি বাড়ছে । তারা সব কিছুতে যুক্ত হয়ে গেছে ৷ প্রথমে চেষ্টা করেছিল চাপা দেওয়ার পরে পালিয়ে যায়।"