মুকুল রায় BJP-তে আছেন, BJP-তেই থাকবেন : দিলীপ - রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
‘‘মুকুল রায় BJP-তে আছেন, BJP-তেই থাকবেন ৷’’ বললেন দিলীপ ঘোষ । তাঁর দল পরিচালনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচন পর্যন্ত চার বছর আমি সভাপতি ছিলাম । তখন কোনও অভিযোগ আসেনি । আর আমরা লোকসভা নির্বাচনে জিতেছি । যদি আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে তা হলে পুনরায় আমাকে সভাপতি করা হল কেন।’’
Last Updated : Aug 16, 2020, 9:19 PM IST