"বাংলাকে গুজরাতই তৈরি করব", বলছেন দিলীপ ঘোষ - chaye pe charchay dilip ghosh
🎬 Watch Now: Feature Video
আজ সকালে বারাসতে পরপর দু'টি চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখান থেকে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, " দিদিমণি প্রায়ই বলেন, BJP রাজ্যকে গুজরাত বানাতে চায় । আমি বলছি, হ্যাঁ আমরা বাংলাকে গুজরাতই করতে চাই । একশোবার আমরা বাংলাকে গুজরাত তৈরি করব । রাজ্যে কী উন্নয়ন হচ্ছে ? আগে বাংলা থেকে IAS, IPS, ডাক্তার, ইঞ্জিনিয়র হত । এখন ক'জন IAS, IPS হচ্ছে ? বাইরে থেকে তাঁদের আনতে হচ্ছে । আগে IAS, IPS, ডাক্তার, ইঞ্জিনিয়রদের পদবী থাকত চ্যাটার্জি, ব্যানার্জি, বসু বা অন্য কোনও বাঙালি পদবী । এখন তাঁদের পদবী অবাঙালি । বাংলা থেকে এখন পরিযায়ী শ্রমিক তৈরি হয় । তাঁরা গুজরাতে কাজ করতে যান । "