Dilip Ghosh : রাজ্যের অসহযোগিতাতেই দাম বাড়ছে পেট্রোপণ্য়ের, দাবি দিলীপের
🎬 Watch Now: Feature Video
রান্নার গ্যাস-সহ পেট্রল, ডিজেলের দামবৃদ্ধির জন্য রাজ্যের তৃণমূল সরকারকেই দায়ী করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর বক্তব্য, পেট্রল-ডিজেল বিদেশ থেকে আমদানি করতে হয় ৷ তাই আন্তর্জাতিক বাজারে এই ধরনের পণ্যের দাম বাড়লে ভারতের বাজারেও তার প্রভাব পড়বে ৷ তবে পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনা হলে মূল্যবৃদ্ধিতে অনেকটাই লাগাম টানা সম্ভব ৷ কিন্তু রাজ্যের অসহযোগিতাতেই তা করা যাচ্ছে না বলে দাবি দিলীপের ৷ বুধবার পশ্চিম মেদিনীপুরের খাকুড়দায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ ৷ তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি ৷