দুর্গাপুরের উখড়া ও সিটি সেন্টারে ভিন্ন স্বাদের দোল উৎসব - রঙ খেলায় মাতল দুর্গাপুর
🎬 Watch Now: Feature Video
আজ দোল পূর্ণিমা ৷ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রঙের পরিবর্তে ফুল দিয়ে খেলা হল দোল ৷ উখড়ায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকল ধর্ম নির্বিশেষে প্রভাতফেরির আয়োজন করা হয় ৷ অন্যদিকে রবীন্দ্র-ভাবনায় দুর্গাপুরের সিটি সেন্টার চত্বরে পরিক্রমা করতে দেখা গেল আবাল-বৃদ্ধ-বনিতাকে ৷ শহরের দু'জায়গাতেই রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয় ৷ এছাড়া করোনার প্রকোপ রুখতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতেও দেখা যায় ৷