PPE পরে ধুনুচি নাচ ! - ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9317430-thumbnail-3x2-top.jpg)
এবার PPE পরে ধুনুচি নাচে মাতলেন একটি পুজো কমিটির সদস্যরা । ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজন করেছিল সিঁদুর খেলা এবং ধুনুচি নাচের । আর সেখানেই PPE পরে কমিটির মহিলা সদস্যরা মাতলেন ধুনুচি নাচে । শুধু ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীনই নয়, আরও কয়েকটি জায়গায় ধরা পড়েছে এই ছবি ।