গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ই-স্নান ও দর্শনের ব্যবস্থা প্রশাসনের - অরূপ বিশ্বাস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 13, 2021, 9:52 AM IST

বাড়িতে বসেই যাতে মেলায় অংশ নেওয়া যায় সেদিকে নজর রেখে ই-স্নান ও ই-দর্শনের ব্যবস্থা করা হয়েছে । কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফে ই-স্নানের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সেই সাইটে অর্ডার করলেই মাত্র 150 টাকায় বাড়ি পৌঁছে যাবে সাগরের জল, প্রসাদ সহ নানা সামগ্রী । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় 50 লাখেরও বেশি মানুষ ই-স্নানের জন্য অর্ডার করেছেন । এদিকে গতকাল গঙ্গাসাগর মেলা অফিসে সাংবাদিক বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকলমন্ত্রী সুজিত বসু । সুব্রতবাবু বলেন, "অন্য যে কোনও এলাকার তুলনায় এই বিচ্ছিন্ন দ্বীপে কোরোনার প্রকোপ অনেকাংশে কম ৷ বাইরের থেকে আসা হাতে গোনা এক-দুজন ছাড়া এখানে কোরোনা চিহ্ন মেলেনি ৷ কোরোনা যাতে নিয়ন্ত্রিত থাকে তার জন্য বিভিন্ন সায়েন্টিফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷ এখানে মানুষ বিনা দ্বিধায় ও বিনা ভয়ে আসতে পারবেন এবং পূণ্যস্নান করতে পারবেন ৷ রাজ্য সরকারের তরফে আধুনিক ও ট্র্যাডিশনাল দু'ধরনের স্নানের ব্য়বস্থাই করা হয়েছে ৷" তিনি আরও বলেন, "25 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত প্রায় দু'লাখের বেশি তীর্থযাত্রী সাগর মেলায় এসেছেন । হাইকোর্টের সব নির্দেশিকা মেনেই এবারের মেলা করা হয়েছে। ইতিমধ্যেই 1.5 লাখ তীর্থযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । 14 হাজার তীর্থযাত্রীর র‍্যাপিড টেস্ট করায় পাঁচজনের দেহে কোরোনা ভাইরাসের জীবাণু মিলেছে।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.