ই-স্নানে উৎসাহ গঙ্গাসাগরে - ই-দর্শন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 14, 2021, 11:41 AM IST

ই-স্নানে জোর দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । আর এবার ই-দর্শন ও ই-স্নানে অভূতপূর্ব সাড়া মিলেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । বাড়ি বসে মেলায় অংশ নিতে ই-দর্শন পোর্টাল ফলো করেছে প্রায় 28 লাখ মানুষ। ই-স্নান বিক্রির ক্ষেত্রে কলকাতার বাবুঘাট, লট নম্বর 8 এবং মেলা প্রাঙ্গণে মোট 35টি কিয়স্ক তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে 28 লাখ মানুষ ই-স্নান অ্যাপ ডাউনলোড করেছে । ইতিমধ্যেই 3 লাখ মানুষের হাতে পৌঁছে গিয়েছে ই-স্নানের প্যাকেট। বিভিন্ন প্রান্তে প্রায় 1 লাখ 5 হাজার মানুষের মধ্যে গঙ্গা জলের প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.